ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নোঙ্গরখানায় চিকিৎসা পাচ্ছে বিলুপ্ত প্রজাতির পাখি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পর্যটন কেন্দ্র কুয়াকাটার নোঙ্গরখানায় চিকিৎসা দেওয়া হচ্ছে বিলুপ্ত প্রজাতির একটি পাখিকে। গত সোমবার বিকালে অসুস্থ অবস্থায় পাখিটিকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। পরে তারা চিকিৎসার জন্য অ্যানিমেল লাভার্সের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এটি দেখতে কবুতরের মতো হলেও গায়ে কিছুটা কালোর মধ্যে হলুদ বর্ণ রয়েছে। 

স্থানীয়রা বলেছেন, এ পাখির নাম হরিয়াল। এগুলো এখন সচরাচর দেখা যায় না। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের এএসআই শেরজাহান জানান, হঠাৎ করে পাখিটি কুয়াকাটা সৈকত লাগোয়া একটি হোটেলের সামনে মাটিতে লুটিয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে দেখেন ডানায় ক্ষতের চিহ্ন। তাই পাখিটি উড়তে পারছে না। তাৎক্ষণিক এটিকে উদ্ধার করে অ্যানিমেল লাভার্সের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন। 

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা টিম লিডার কে এম বাচ্চু জানান, পাখিটি খুবই অসুস্থ। খবর পেয়ে আমরা দ্রুত পাখিটিকে উদ্ধার করে নোঙ্গরখানায় এনে চিকিৎসা দিচ্ছি। এটি সুস্থ হওয়ার পর বনবিভাগের সঙ্গে কথা বলে অবমুক্ত করা হবে। তার ধারণা, থার্টিফার্স্ট নাইটের আতশবাজির কারণে এ পাখিটি অসুস্থ হতে পারে।



এই পাতার আরো খবর