ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় আলুর লেইট ব্লাইট রোগ প্রতিরোধে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
আলুর লেইট ব্লাইট রোগ প্রতিরোধে লিফলেট বিতরণ

বগুড়ার কাহালু উপজেলায় বৈরী আবহাওয়ার কারণে আলুর লেইট ব্লাইট রোগ ও বোরো বীজতলা রক্ষায় করণীয় বিষয়ে কৃষক-কিষাণীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইফতেখার রাসুল সিদ্দিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজার রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাসুদ রানাসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, কাহালু উপজেলায় চলতি মৌসুমে ৬ হাজার ৩৭০ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর