ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

হাড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক যাত্রা কাল
নিজস্ব প্রতিবেদক, রংপুর

আগামীকাল ২১ জুন রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ স্কুল মাঠে হাড়িভাঙ্গা আম মেলা ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন।

মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে প্রথম থেকেই প্রচণ্ড গরম ও বৈরী আবহাওয়ার কারণে এবার আমের সাইজ অন্যান্য বছরের তুলনায় ছোট হয়েছে। দীর্ঘদিন থেকে খরা অবস্থা বিরাজ করায় আমের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তার পরেও উৎপাদন নিয়ে আম চাষিরা খুশি।

এবার হাড়িভাঙ্গা আম দেড় হাজার হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে। প্রতি হেক্টরে প্রায় ১০ মেট্রিক টন আমের ফলন হয়। যার মূল্য প্রায় ২০০ কোটি টাকার বেশি। বর্তমানে রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার যেদিকে চোখ যাবে, সেদিকে দেখা যাবে হাড়িভাঙ্গা আমের বাগান। মিঠাপুকুরের আখিরারহাট, মাঠের হাট, খোড়াগাছ, বদরগঞ্জের শ্যামপুর, রংপুর সদরের কিছু এলাকায় কয়েক হাজার আমের বাগান রয়েছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, হাড়িভাঙ্গা আম ২০ জুন থেকে আনুষ্ঠানিকভাবে বাজারে পাওয়ার কথা থাকলেও কাল কৃষিমন্ত্রী আম মেলার উদ্বোধন করবেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর