ঢাকা, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নদীতীরে ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি
বরগুনা প্রতিনিধি
সংগৃহীত ছবি

বরগুনা সদর উপজেলার নলটোনা এবং বালিয়াতলী ইউনিয়নের মধ্যবর্তী শোনবুনিয়া এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে পায়রা নদীর তীরে একটি বিশাল আকৃতির মৃত তিমি ভেসে এসেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, শনিবার রাতের জোয়ারে অর্ধগলিত এই তিমি মাছটি চরে এসে আটকে পড়ে। বর্তমানে এটি দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীতে মাছ ধরতে আসা জেলেরা সোমবার দুপুরে মৃত এই তিমি মাছটিকে প্রথম দেখতে পায়। 

স্থানীয় জেলে জাফর জানায়, মাছটি ২৫ থেকে ৩০ ফুট লম্বা হবে। কিছুটা গন্ধ ছড়াচ্ছে। ২ দিন অতিবাহিত হলেও বনবিভাগ বা মৎস্য বিভাগের কেউ বিষয়টি অবহিত হননি বলে জানা গেছে। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধারনা করা হচ্ছে, সাগরে ভারি কোনো বস্তুর সাথে বা বড় কোনো নৌযানের আঘাতে তিমি মাছটির মৃত্যু হতে পারে। 

পরিবেশ সংগঠক আরিফ রহমান বলেন, বণ্য প্রাণীর আওতায় বন বিভাগ তিমি মাছটি উদ্ধার করে পোস্টমর্টেম করলে মৃত্যুর সঠিক কারণ জানা যেতে পারে। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর