ঢাকা, শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

১৭ ঘুঘু অবমুক্ত, মুচলেকায় ছাড়া পেল শিকারি
নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া বালু পয়েন্টে কাঁশফুলের মাঝে কারেন্ট জালের ফাঁদ পেতে ঘুঘু পাখি শিকার করছিলেন স্থানীয় দিন মজুর মহসিন আলী। শুক্রবার দুপুরে মুঠোফোনে খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা খাঁচাভর্তি ১৭ টি পাখিসহ দুটি কারেন্ট জালের ফাঁদ উদ্ধার করেন। 

পরে পাখিগুলো অবমুক্ত করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সরদার ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। উপস্থিত জনসাধারণকে সচেতন ও অভিযুক্ত পাখি শিকারির কাছ থেকে কোনো দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান, পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুল, রফিকুল ইসলাম প্রমূখ।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর