ঢাকা, শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

গণ বিশ্ববিদ্যালয়
শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের গল্প লিখন প্রতিযোগিতা
অনলাইন ডেস্ক

জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ও শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘জুলাই বিপ্লবে আমার অভিজ্ঞতা’ শিরোনামে ছোট গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকার সাভারে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, সহ-সভাপতি সাজ্জাদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল আকন্দসহ মেহেদী হাসান, সুদীপ্ত, ফাহিম, নাইমা, আশা, নুসাইবা, সাকিব, নাঈম, মুনিয়া, অঙ্কন চক্রবর্তী, পূর্নিমা সরকার ও প্রকাশ রাজবংশী।

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর