ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বোচাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ বসুন্ধরা শুভসংঘের
অনলাইন ডেস্ক

দিনাজপুরের বোচাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক এবং সবজির বীজ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার বন্ধুরা।

মঙ্গলবার সকালে বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের বনহরা গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক এবং সবজির বীজ বিতরণ করা হয়।

ক্ষুদ্র কৃষক একরামুল বলেন, ‘টাকার অভাবে এবার অনেক শাক-সবজির বীজ কিনতে পারু নাই। তোমরা যে হামার ঘরে এভাবে এসে এই বীজগুলো দিবেন। কোনদিন ধারণা করিবা পারু নাই।’

প্রান্তিক কৃষক উপেন রায় বলেন, ‘হঠাৎ করে আপনারা আমাদের কাছে এসে শাক ও সবজির বীজ দিলেন আমার খুব উপকার হলো। এগুলো বীজ জমিতে ফেলায় বড় হলে নিজেরাও খেতে পারবো। তাছাড়াও বাজারে বিক্রয় করে আমাদের সংসারের অনেক উপকার হবে।’

শাক ও সবজি বীজ পেয়ে কৃষক রফিকুল, সাদেকুল, ভুবেন, সরেন, বিমল, মানিকুলদের চোখে মুখে আনন্দ ছাপ দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলাম ও বোচাগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাশরিফ হাসান রুমন প্রমুখ।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর