ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আবু ওয়াহেদের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'অর্ঘ্যমঞ্জরি'
অনলাইন ডেস্ক

এবারের একুশে বইমেলায় প্রকাশ হয়েছে আবু ওয়াহেদের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'অর্ঘ্যমঞ্জরি'। এ কাব্যগ্রন্থে কিছু নিরব ঘটনার প্রচ্ছন্ন সরল প্রকাশ ঘটেছে। 

জীবন ও সম্পর্কের আঁকাবাঁকা গলিতে ঘটে যাওয়া ঘটনা, যা অবহেলে চাপা পড়ে যায় স্মৃতির পদতলে। সেই স্মৃতিগুলোকে স্মরণ-কাঠির ছোঁয়ায় জাগিয়ে তুলে কবিতার এই পঙক্তিমালা।   এ প্রসঙ্গে কবি আবু ওয়াহেদ বলেন, নির্মল ভালোবাসার গভীর প্রকাশ প্রত্যেক হৃদয়বান ব্যক্তির হৃদয়কে নাড়া দেয় প্রবলভাবে। প্রশান্ত চিত্তের এই ভালোবাসা যেমন ধরা দিয়েছে 'অর্ঘ্যমঞ্জরি'র কবিতার আয়নায়, তেমনি ভাষায় প্রকাশ হতে না পারা দীর্ঘ নিঃশ্বাসও বন্দী হয়েছে কবিতার শব্দ-শেকলে।

একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে কলি প্রকাশনীর ৩১৯, ৩২০, ৩২১ নং স্টলে। ৪৮ পৃষ্ঠার এই বইটি ১৩৫টাকা মূল্য নির্ধারণ করা হলেও ২৫ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে।  

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর