ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হোসেন আবদুল মান্নানের 'কেবলই পিছনে তাকাই'
অনলাইন ডেস্ক

গবেষক ও গদ্যশিল্পী হোসেন আবদুল মান্নান। পেশাগত জীবনের ব্যস্ততার অবসরে নিয়মিত লেখেন তিনি। তাঁর প্রবন্ধ-নিবন্ধ, গল্পে গভীর মননশীলতার ছাপ। ছোট ছোট বাক্য, সহজ-সরল ভাষায় তিনি বেশ কঠিন বিষয়ের অবতারণা করেন। এ বছর বইমেলায় প্রকাশিত হয়েছে তার গদ্যের বই ‘কেবলই পিছনে তাকাই’। এখানে স্থান পেয়েছে ৩১টি নিবন্ধ। এ বইতে দেশের সমাজের অশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি তাঁর পর্যবেক্ষণ সততার সঙ্গে উপস্থাপন করেছেন, বিচার-বিশ্লেষণ করেছেন। পাঠকের কাছে সিদ্ধান্ত নেবার দায়িত্ব অর্পণ করেছেন। তাঁর লেখার মধ্যে গতি আছে। এবং তাঁর ভাষার কাব্যিকতাও বেশ লক্ষণীয়। মুক্তিযুদ্ধ, বাঙালির হারানো ঐতিহ্য ও অহংকার, বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি বিষয় তাঁর লেখার প্রধান প্রণোদনা। 

‘কেবলই পিছনে তাকাই’ বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। প্রচ্ছদ : ধ্রুব এষ। ১২০ পৃষ্ঠার বইটির দাম ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলায় অন্যপ্রকাশের প্যাভিলিয়নে।                                                            

বিডি-প্রতিদিন/মাহবুব 



এই পাতার আরো খবর