ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জান্নাতুল ফেরদৌস পান্না’র কাব্য ‘সুদূর পথের বাঁক পেরিয়ে’
অনলাইন ডেস্ক

সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না’র “সুদূর পথের বাঁক পেরিয়ে” নামে ৪র্থ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২০’র দোয়েল প্রকাশনীর ২১৫-২১৬ নম্বর স্টলে। এছাড়াও বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি প্রাঙ্গনের ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে।

“সুদূর পথের বাঁক পেরিয়ে” কাব্যগ্রন্থটিতে পাওয়া যাবে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে একাধিক কবিতা। রয়েছে প্রেম ও দ্রোহের কবিতা। কবি জান্নাতুল ফেরদৌস পান্নার “সুদূর পথের বাঁক পেরিয়ে” কাব্যগ্রন্থের সার্বিক সাফল্য কামনা করেছেন দোয়েল প্রকাশনীর প্রকাশক তাপস কর্মকার।

জান্নাতুল ফেরদৌস পান্না কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন চরপাড়াতলা গ্রামে ১৯৮৩ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে ‘আমার দু’ চোখে স্বাধীনতার স্বপ্ন’, ২০১২ সালে ‘আকাশ সমুদ্রের ঢেউ’ ও ২০১৬ সালে ‘বিবর্ণ সময়’ নামে ৩টি কবিতার বই প্রকাশিত হয়।  ২০১৬ সালের একুশে বই মেলায় সাত নারী কবির লেখা ‘সপ্ত শৈলী’ নামে আরও একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কবিতা ছাড়াও তিনি লিখেন ছড়া, ছোট গল্প ও প্রবন্ধ। এরই মধ্যে তার ২টি ছড়ার বই প্রকাশিত হয়েছে।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর