ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাহবুব-উল-আলম চৌধুরীর উপন্যাস 'ভালোবাসা কে জেনেছে তারে'
অনলাইন ডেস্ক

জোহরার বলা শেষ হতে-না-হতেই ফজলু বলল, হেই কেচ্ছা আর কতবার হুনবি? গরিবগো ভোকের পেডে যে কেচ্ছাগুলো থাহে হেই কেচ্ছাগুলাও অনেক গরিবি। হেইআ বারে বারে হুনাইলে নিজেরে আরো বেশি গরিব লাগে। 

এই বলে ফজলু জোহরাকে কাছে টেনে নেয়, বুকে লেপটে ধরে শরীরের সবটুকু শক্তি দিয়ে; ঝড়ের সময় নৌকার শিকল যেমন নোঙরকে টেনে ধরে, ফজলু তেমনি গভীর ভালোবাসা আর আবেগে জোহরাকে অতিরিক্ত জোর করে ধরল। সেই রাতে ওদের দুজনার ভালোবাসা আর সোহাগ গলে পড়েছিল তেমনি, যেমনি ওদের ভাঙা ঘরের চালা দিয়ে গলে গলে পড়েছিল গভীর রাতের সোহাগি চান্দের আলো।

এমনিভাবে বহু ক্ষুধার রাত ভোর হয়েছে ওদের ভেতরে জেগে থাকা ভালোবাসায়। এমন ভালবাসার গল্প নিয়ে একুশে বইমেলা ২০২০ এ পাওয়া যাচ্ছে লেখক মাহবুব-উল-আলম চৌধুরীর উপন্যাস ‘ভালোবাসা কে জেনেছে তারে’। 

বইটি পাওয়া যাবে ঢাকা (একুশে বইমেলা) অনিন্দ্য প্রকাশ, প্যাভিলিয়ন ৩১, সোহরাওয়ার্দী উদ্যান। চট্টগ্রাম বইমেলা স্টল নং ৬৭-৬৮ এবং খুলনা বইমেলা- অনিন্দ্য প্রকাশের স্টলে। এছাড়াও দেশের যেকোনো প্রান্ত থেকে বইটি পাওয়া যাবে রকমারি, বইবাজার, বুক লাইট বিডিসহ বেশকিছু অনলাইন সাইটে।

বিডি-প্রতিদিন/মাহবুব



এই পাতার আরো খবর