ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রবাসীদের কাব্যগ্রন্থ 'স্বপ্নের সাতকাহন'র মোড়ক উম্মোচন
অনলাইন ডেস্ক

ঢাকায় বাংলা একাডেমির অমর একুশে বই মেলায় মোড়ক উম্মোচন হল প্রবাসী কবি ও সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ "স্বপ্নের সাতকাহন"।

প্রবাসী কবি'রা কাজের ফাঁক ফোকরে যতটুকু সময় পান সেই সময়টুকুতে সাহিত্য চর্চা করে থাকেন। আর এই প্রবাসী কবিদেরকে নিয়েই এই স্বপ্নের সাতকাহন।

এবার বেরিয়েছে স্বপ্নের সাতকাহন'র দ্বিতীয় খণ্ড। ২০১৯ সালে প্রকাশিত প্রথম খণ্ড বেশ পাঠকপ্রিয়তা পাওয়ায় এবার  দ্বিতীয় খণ্ডে আত্মপ্রকাশ ।

১২টি দেশের ২৪ জন বাংলা ভাষাভাষী কবিদের নিয়ে প্রকাশিত হয়েছে “স্বপ্নের সাতকাহন” কাব্যগ্রন্থের ২য় খণ্ডটি। মা-মাটি-দেশ, বিরহ-ভালোবাসা,আনন্দ-কষ্ট এবং প্রবাস জীবন নিয়ে নানান বিষয় ওঠে এসেছে কবিতায়। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি  ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আছিরন বেগম, মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাক্তন শিক্ষিকা কবি এবং লেখক দিলু রোকিবা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক কবি ও লেখক  রওশন আরা রুশো, লেখক  ও সংগীত শিল্পী লিজি আহমেদ, যুক্তরাষ্ট্র প্রবাসী কবি ও  সাংবাদিক রোকেয়া দীপা, গীতিকার ও সংগীত শিল্পী পলক রহমান, নর্দান ইউনিভার্সিটির পরিচালক লেখক ও  গবেষক প্রফেসর লুৎফর রহমান জয়, সমাজচিন্তক ও দার্শনিক হাসনাইন সাজ্জাদী।

অরিও (কুয়েত)-এর আঁকা প্রচ্ছদে  “স্বপ্নের সাতকাহন” ২য় খণ্ডটি প্রকাশ করেছে আপ্রকপ প্রকাশনী। পাওয়া যাচ্ছে একুশে বই মেলার ‘চৈতন্য’ স্টলে (নাম্বার ২৫০ এবং ২৫১)। ২৪০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৩৬৫ টাকা ।

স্বপ্নের সাতকাহন'র দ্বিতীয় খণ্ডের কবিরা হলেন : ১) এস এম আবুল কালাম, কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ২) দিলু রোকিবা, বাংলাদেশ ৩) পলক রহমান, বাংলাদেশ ৪) লিজি আহমেদ, বাংলাদেশ ৫) মুহাম্মদ ইসমাইল হুসাইন, সৌদি আরব ৬) আয়েশা সিদ্দিকা পাঠান, জাপান ৭) এ আই টিপু, সৌদি আরব ৮) রোকেয়া সুলতানা লিলি, অস্ট্রেলিয়া ৯) এনামুল হক সরদার, সৌদি আরব ১০) মো. শেখ মাসুদ, দক্ষিণ আফ্রিকা ১১) খন্দকার মো. আনিসুর রহমান, মালয়েশিয়া ১২) স্বপ্না পালিত, ভারত ১৩) নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়া ১৪) রোকেয়া দীপা, আমেরিকা ১৫) আলীউজ্জামান, বাংলাদেশ ১৬) শাহারা খান, লন্ডন ১৭) মোহাম্মদ জামাল হোসাইন, মালয়েশিয়া ১৮) সিমলী চৌধুরী, ভারত ১৯) সাইফুল ইসলাম রনি, সাউথ আফ্রিকা ২০) জোবায়ের ছিদ্দিক, সাউথ আফ্রিকা ২১) এস আই জনি তালুকদার, সাইপ্রাস ২২) সৈয়দা ইয়াসমিন, ইতালি ২৩) সেলিম রেজা, কুয়েত ২৪) নাসরিন আক্তার মৌসুমী,কুয়েত

সুস্থ ধারায় যেন বাংলা সাহিত্যে এগিয়ে যেতে পারে এই প্রত্যাশায় প্রবাসে থেকে কাজ করে যাচ্ছেন কবি সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী। এ পর্যন্ত তিনি সম্পাদনা করেছেন তিনটি বই- স্বপ্নের সাতকাহন (প্রথম খন্ড), পিদিম এবং "স্বপ্নের সাতকাহন "(দ্বিতীয় খন্ড)।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর