ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

মিরপুরের উইকেট নিয়ে যা বললেন ঢাকার কোচ
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

বিপিএলের চলতি আসরে শুরুটা মোটেও ভালো হয়নি শক্তিশালী দল ঢাকা প্লাটুনের। প্রথম ম্যাচেই হার নিয়ে মাঠ ছেড়েছে দলটি। তবে পরের দুই ম্যাচ জিতে ভালোভাবেই ঘুড়ে দাঁড়িয়েছে ঢাকা। মূলত প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের কারণেই জয়বঞ্চিত ছিল তারা। পরের দুই ম্যাচে ব্যাটসম্যানদের কারণেই জয় পায় সালাউদ্দিনের দল।

শনিবার সিলেট থান্ডারকে ২৪ রানে হারিয়েছে ঢাকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঢাকা প্লাটুনের কোচ সালাউদ্দিন জানান, এবারের বিপিএলে উইকেট বেশ ভালোভাবেই বানানো হয়েছে। এ ধরনের উইকেটে খেললে বাংলাদেশের ব্যাটম্যানদের আরও বেশি উন্নতি হবে।

সালাউদ্দিন বলেন, এ ধরনের উইকেটে রান করাটা অনেক সহজ। আমাদের ছেলেরা ভালো ভালো বোলারদের বিপক্ষেও রান করছে। আমার মনে হয়, এরকম উইকেটে খেললে আমাদের ছেলেদেরও শট ইমপ্রুভ হবে। এই উইকেটে শটের রেঞ্জ বাড়বে, এটা একটা ভালো দিক। আগে ছেলেরা বিশ্বাস করতো, মারলে বল পার হবে কি হবে না। এই চিন্তাটা সবসময় থাকতো। দেখেন, লিটনকে দেখে মনে হচ্ছে, অনেক সেন্সিবল ক্রিকেট খেলছে। যে রকম উইকেটে যেভাবে ব্যাটিং করতে হয় সেই ব্যাটিংটাই সে করছে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর