ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সংগীত উৎসব উদ্বোধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘তৃতীয় সংগীত উৎসব ২০১৯’ এর উদ্বোধন হয়েছে। 

বুধবার দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে এ উৎসবের আয়োজন করেছে সংগীত বিভাগ। 

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরানো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অনেক ঐতিহ্যের ধারক ও বাহক। আর ঐতিহ্যের ধারাকে গতিশীল রাখতে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আরো উন্নত করতে হবে।’

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে চলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনা। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল সমবেত গান, নজরুল গীতি, দেশাত্ববোধক গান, রবীন্দ্রসংগীত ও আঞ্চলিক ভাষায় গান।

বেলা ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন বরেণ্য শিল্পী রথীন্দ্রনাথ রায়, অভিজিত কুণ্ড (ধ্রুপদ), সরকারি সংগীত কলেজ, খায়রুল আনাম শাকিল, তপন চৌধুরী প্রমুখ। 

এছাড়াও সন্ধ্যা ৭টায় সংগীত বিভাগের বিশেষ নিবেদন রবীন্দ্র নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রদর্শিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর