ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রেস বিজ্ঞপ্তি

সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের  খিলগাঁও থানার ৭৫ নং ওয়ার্ডে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রায় ২ একর জমির উপর স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। 

এসময় প্রধান অতিথি হিসাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ  এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সোনারগাঁও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ। এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আলিম, বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মো. আবুল বাশার, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন মোল্লা ও রেজিস্ট্রার এস এম নূরুল হুদাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর