ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে এলএলবি পরীক্ষায় অসদুপায়, ২৫ পরীক্ষার্থী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
ফাইল ছবি

বরিশাল বিএম কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এলএলবি ১ম পর্বের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বহিষ্কার করেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এই তথ্য জানিয়েছেন। 

বরিশালে সুষ্ঠুভাবে এলএলবি পরীক্ষা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ ও অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস পরীক্ষা তদারকি করেন। পরীক্ষায় মোট ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ জানান, এলএলবি ১ম বর্ষের আগামী পরীক্ষাগুলোও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর