ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভাস্কর্য বানিয়ে ভাস্কর্যবিরোধিতার শৈল্পিক প্রতিবাদ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কাদামাটির ভাস্কর্য নির্মাণ, মৌলবাদবিরোধী চিত্রাঙ্কন আর জ্বালাময়ী বক্তব্য-এমনভাবেই ভাস্কর্যবিরোধিতা ও ভাঙার প্রতিবাদ জানিয়েছেন দেশের ভাস্কর্য শিল্পী আর শিল্পমনা মানুষেরা।

শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘বিক্ষুব্ধ শিল্পী সমাজ’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করেন তারা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মানবাধিকার কর্মী আল আযম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।

আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, গৌরব ৭১ সংগঠনের সাধারণ সম্পাদক এফএম শাহীন, চিত্রশিল্পী বীরেণ সোম ও মনিরুজ্জামান প্রমুখ। 

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর