ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের গাড়ি বংশানুক্রমে পেয়েছেন শেকৃবি প্রক্টর, ব্যবহার ব্যক্তিগত কাজে
ওলী আহম্মেদ, শেকৃবি
ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের বিরুদ্ধে নিয়ম-নীতি তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রক্টরের ব্যবহৃত এই গাড়িটি তার বংশানুক্রমে পাওয়া বলেও জানিয়েছেন তিনি।

সূত্র জানান, প্রক্টর হিসেবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জরুরি কিংবা সঙ্কটময় মুহূর্তে গাড়ি ব্যবহারের নিয়ম রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদপুর-বসিলায় নিজস্ব বাড়ি নির্মাণের যাবতীয় কাজে বিশ্ববিদ্যালয়ের চালকসহ একটি নির্দিষ্ট গাড়ি সকাল থেকে রাত পর্যন্ত সার্বক্ষণিক ব্যবহার করে আসছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র জানান, প্রক্টরের জন্য সুনির্দিষ্ট কোনো গাড়ি নেই। তবে শুধু প্রক্টোরিয়াল কাজে যেকোনো সময় গাড়ি ব্যবহার করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যক্তিগত বা পারিবারিক কাজে ব্যবহার করার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের দায়িত্বে থাকা প্রকৌশলী মোমেনুল আহসানের কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গাড়ি কে কোন কাজে ব্যবহার করছেন আমার জানা নেই।’

বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করে শেকৃবি প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের এর আগের প্রক্টর মিজান সাহেব ব্যবহার করেছেন তাই আমিও করি। আমি যে শুধু ব্যবহার করি তা না, বংশানুক্রমে আমি এ গাড়িটা পেয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো মিজানুর রহমান বলেন, ‘খাতা চেক করতে পারেন, আমি শুধুমাত্র টহলের কাজেই গাড়ি ব্যবহার করতাম, কখনোই সার্বক্ষণিক না। আর বর্তমান প্রক্টর নিজের দোষ ঢাকতে এসব বলে বেরাচ্ছেন।’

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর