ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ববিতে 'আউটকাম বেসড্ এডুকেশন কারিকুলাম টেমপ্লেট' বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে 'আউটকাম বেসড্ এডুকেশন কারিকুলাম টেমপ্লেট' বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ১০টায় জুম কনফারেন্সের মাধ্যমে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অতিরিক্ত পরিচালক ও পর্দাথবজ্ঞিান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিনের সঞ্চলানায় এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এসএম কবীরের পরিচালনায় ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। 

অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের চেয়ারম্যান এবং ৬টি বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির ১৮ জন সদস্য অংশগ্রহন করেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর