ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডাকসু হামলার দুই বছর
এক মাঘে শীত যায় না : নুর
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
সংগৃহীত ছবি

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, ‘এক মাঘে শীত যায় না। যে নদীতে জোয়ার আসে, সেখানে ভাটাও আসে। তিনবারের প্রধানমন্ত্রীকেও জেলে যাওয়া লাগছে। তাই আজকে যারা মনে করছেন, মুই কী হনু রে- তাদের অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না।’

ডাকসু হামলার দুই বছরপূর্তি উপলক্ষে গতকাল বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নুর। তিনি বলেন, ‘ক্ষমতার পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে হবে। এই মাফিয়াদের নির্মম পতন হবে। সেদিন আমরা এদেরকে বিচারের মুখোমুখি করব। প্রত্যেক আঘাতের কড়ায় গন্ডায় শোধ নেওয়া হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে প্রত্যেককে বিচারের আওতায় আনব।’

উল্লেখ্য, ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনের নিজের কক্ষে হামলার শিকার হন ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক। এতে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ আছে। ওই হামলায় নুরসহ অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।

সমাবেশে নুর আরও বলেন, ‘ছাত্রলীগকে সন্ত্রাসী বানানো, ছাত্রলীগকে ঢালাওভাবে আক্রমণ, গালিগালাজ করা ঠিক হবে না। বুয়েটে যারা ভর্তি হয়েছিল, তারা তো দেশের সর্বোচ্চ মেধাবী সন্তান। তারা কীভাবে সন্ত্রাসী হয়ে গেল? ছাত্রলীগ নামক মেশিনে ঢুকে তারা সন্ত্রাসী হয়ে গেছে। এই মেশিন ভাঙতে হবে। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোয় আধুনিক দাসপ্রথা চালু করেছে। ছাত্রলীগের প্রোগ্রাম করলে হলে থাকা যায়, না করলে যায় না।’  প্রয়োজন ও মেধার ভিত্তিতে হলগুলোয় সিট বরাদ্দের দাবিতে ছাত্রসংগঠনগুলোকে আন্দোলন করার আহ্বান জানান ভিপি নুর। সমাবেশে পরিষদের নেতা ফারুক হাসানসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন। পরে ডাকসু হামলার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল করেন তারা।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর