ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টিএসসিতে হয়ে গেলো সঞ্জীব উৎসব
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

‘আমি তোমাকেই বলে দেবো’ গানের শিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন স্মরণে অনুষ্ঠিত হলো ‘দশম সঞ্জীব উৎসব-২০২১’। শনিবার বিকেলে ‘সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদ’র আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির সঞ্জীব চত্বরে এই উৎসব পালন করা হয়।

উৎসবে গান পরিবেশন করেন শুভযাত্রা, জয় শাহরিয়ার, সাবকনশাস, বে অফ বেঙ্গল, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, বাংলা ফাইভ, সুহৃদ স্বাগত, দুর্গ, ইন্ট্রোয়েট ও ব্যান্ড বিস্কুট। দশম সঞ্জীব উৎসবে এবার প্রকাশিত হয়েছে জয় শাহরিয়ারের সংকলন ও সম্পাদনায় সঞ্জীব চৌধুরীর গান কবিতাসমগ্র ‘তোমাকেই বলে দেব’।

বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ। উৎসবে বইটির মোড়ক উন্মোচন করেন সঞ্জীব চৌধুরীর কন্যা কিংবদন্তী চৌধুরী। আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি ও আজব কারখানা।

আমি তোমাকেই বলে দেবো, জোছনা বিহার, তোমার ভাঁজ খোলো, চাঁদের জন্য গান, স্বপ্নবাজি প্রভৃতি কালজয়ী গান ও সৃষ্টির সাথে মিশে আছেন সঞ্জীব চৌধুরী। গাড়ি চলে না, বায়োস্কোপ, কোন মিস্তরি নাও বানাইছে’র মতো জনপ্রিয় ফোকধর্মী গানগুলো গেয়ে বাংলা লোকগানকে তিনি পৌঁছে দিয়েছেন নাগরিক জীবনগুলোতে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর