ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুবর্ণজয়ন্তী উপলক্ষে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উত্তরা স্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার বিকালে ইউনিভার্সিটির খেলার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। 

ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন অপু, এমপি এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. রফিক উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দেশ ও জাতির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ আহমেদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সফলতা কামনা করেন এবং  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে লিয়াকত সিকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী জ্ঞান-বিজ্ঞান চর্চার লক্ষ্যে পাঠ্যপুস্তকের পাশাপাশি পৃথিবীর নানা জ্ঞান অর্জন মননশীল মানুষ, সুনাগরিক এবং আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির জন্য কাজ করছেন। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।’

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু, স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক অনলাইন জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২১ এবং আইসিটি অনলাইন কুইজ প্রতিযোগিতা-২০২০ এর বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, মো. জোনায়েত আহমেদ, মিসেস সুলতানা পারভীন, মিসেস সেলিনা বেগম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.কে.এম দেলোয়ার হোসেন, টেক্সাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলম, এগ্রিবিজনেস বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাডভাইজর অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাডভাইজর ড. মো. আব্দুল্লাহ আল মামুন, আইএমসি অ্যাডভাইজর শাহারুল আলম মিনা, পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর