ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাত্রলীগের
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রলীগ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 

শীতবস্ত্র বিতরণের পূর্বে ডা. এনামুর রহমান বলেন, ছাত্রলীগের কাজ মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কল্যাণে কাজ করা, দুঃস্থ-অসহায় মানুষের জন্য কাজ করা। বাংলাদেশ ছাত্রলীগ বার বার প্রমাণ করেছে তারা কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করছে। ১৯৪৮ সালের ৪ জানুয়ারির পর থেকে বাঙালির যেকোনো সমস্যায় তারা রাজপথে নেমেছে। 

জাতির যেকোনো দুর্যোগে ছাত্রলীগ নেতা-কর্মীরা মাঠে থেকেছে, প্রতিকার করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য সবসময় রাজপথে থেকেছে, নিজের জীবনকে বাজি রেখে সবসময় তারা কাজ করে গেছে। মন্ত্রণালয় থেকে তালিকা করে সাত কোটি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। এই ধরনের সহায়তা কর্মকাণ্ডে সবসময় আমরা ছাত্রলীগকে পেয়েছি।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর