ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইবিতে ১৪৭৫ আসন খালি
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তবে এখনও তিন ইউনিটে মোট ১৪৭৫টি আসন খালি আছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শেষ হয় গত ২৯ জানুয়ারি। তিনটি ইউনিটে মোট ২০৯৫টি আসনের মধ্যে ভর্তি হয় ৬২০ জন। ফলে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩০৩টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৬১১টি এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২১১টি আসন খালি রয়েছে।

খালি আসনগুলোতে ভর্তির জন্য আগামী ২রা ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে চতুর্থ মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর