ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শেকৃবিতে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ
ওলী আহম্মেদ, শেকৃবি

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ( শেকৃবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. অলোক কুমার পাল, গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। 

এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে শিক্ষক সমিতি, নীল দল, সাদা দল, শেকৃবি ছাত্রলীগ, বিভিন্ন হলের প্রভোস্ট, অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, শেকৃবি সাংবাদিক সমিতি, রোভার স্কাউট, ডিবেটিং সোসাইটি, কৃষি অর্থনীতি ছাত্র সমিতি ও কর্মচারী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর