ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্টামফোর্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রেস বিজ্ঞপ্তি

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। 

গতকাল সোমবার ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিন রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড পেইজ থেকে ‘একুশের চেতনায় বাংলা ও বাঙালি’ শিরোনামে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া এবং বিজ্ঞান অনুষদের ডীন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফিল্ম ও মিডিয়া বিভাগের সহকারী অধ্যাপক সাকিরা পারভীন।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর