ঢাকা, বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

আইইউবি’তে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রেস বিজ্ঞপ্তি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। 

সোমবার বসুন্ধরায় অবস্থিত ক্যাম্পাসে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে খালি পায়ে ব্যানার সম্বলিত র‍্যালি শহীদ বেদিতে গিয়ে শেষ হয়। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইইউবি’র উপাচার্য ড. তানভীর হাসান।

এ সময় তিনি বলেন, সমাজ, সভ্যতা, সংস্কৃতি ও উন্নতি- যা কিছু মানুষের অর্জন তার প্রধান বাহন হল মাতৃভাষা। উন্নয়নের জন্য ভাষার গুরুত্ব অপরিহার্য এবং এর একটি প্রধান শর্ত হল জ্ঞান-বিজ্ঞান ও কৃৎকৌশল। আর এই জ্ঞান-বিজ্ঞান অর্জনের জন্য মাতৃভাষার কোনো বিকল্প নেই।  আইইউবি’র শিক্ষক-শিক্ষার্থীদের গান, নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।  

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর