ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আইএসইউ বিজনেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
অনলাইন ডেস্ক
যাত্রা শুরু করল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) বিজনেস অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজনের উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান

যাত্রা শুরু করল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) বিজনেস অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজনের উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। 

ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. অলি আহাদ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বিজনেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করে বলেন,  ‘ছাত্র-শিক্ষক সম্পর্ক অটুট রাখতে হবে, সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকারও আহ্বান জানান তিনি।

ড. অলি আহাদ ঠাকুর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাথে সাবেক শিক্ষার্থীদের সেতুবন্ধনের মাধ্যম হচ্ছে এই বিজনেস অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আইএসইউয়ের সবার সম্মিলিত প্রয়াসের উপহার এই অ্যাসোসিয়েশন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম। সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, এমবিএ প্রোগ্রামের সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক মনিরুল হাসান মাসুমসহ সাবেক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা। আইএসইউ বিজনেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে উৎপল দাস ও সাধারণ সম্পাদক হিসেবে মোস্তফা কামালসহ ৩৬ সদস্যের প্রথম কমিটি ঘোষণা করা হয়।   বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

  

 



এই পাতার আরো খবর