ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রণদা প্রসাদ সাহা অপহরণ দিবসে আলোচনা সভা
অনলাইন ডেস্ক

শহীদ দানবীর রায় বাহাদুর রণদা প্রসাদ সাহা (আর পি সাহা) অপহরণ দিবসে শনিবার দুপুর দুইটায় রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। এর আগে সকাল ১১টায় আর পি সাহা’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

১৯৭১ সালরে ০৭ মে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার কর্তৃক আর পি সাহা ও তার কনিষ্ঠ পুত্র শহীদ ভবানী প্রসাদ সাহা অপহৃত হন। এরপর তাঁরা কেউ আর ফিরে আসেননি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রণদা প্রসাদ সাহা বিশ্ববদ্যিালয়রে উপার্চায প্রফেসর মনীন্দ্র কুমার রায়। রণদা প্রসাদ সাহার জীবনী নিয়ে আলোচনা করেন, রেজিস্ট্রার জনাব সরকার হীরেন্দ্র  চন্দ্র, আইন বিভাগের লেকচারার জনাব নীলাদ্রি পাইক এবং বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষার্থী অপূর্ব হোসেন। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর