ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভিজিটিং অধ্যাপক হিসেবে আমন্ত্রণ পেলেন মাকসুদ কামাল
অনলাইন ডেস্ক
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ফাইল ছবি

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগপত্র গ্রহণের আমন্ত্রণ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। গত ২৭ এপ্রিল ইস্যু করা এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি।

আমন্ত্রণপত্র অনুযায়ী, চলতি বছরের ১ এপ্রিল থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত মাকসুদ কামাল কলেজটির রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশন ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবে ক্লাস নিতে পারবেন।

প্রসঙ্গত, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, যুক্তরাজ্যের একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়, যা ইউসিএল নামে পরিচিত। এটি লন্ডন ফেডারেল ইউনিভার্সিটির একটি কম্পোনেন্ট কলেজ। সেইসঙ্গে যুক্তরাজ্যে তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে তালিকাভুক্ত এবং স্নাতকোত্তরের জন্য বৃহত্তম। ১৮৬২ সালের ১১ ফেব্রুয়ারি অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিকল্প হিসেবে লন্ডন বিশ্ববিদ্যালয় নামে ইউসিএল প্রতিষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

   

 

 



এই পাতার আরো খবর