ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান, ৬ ছাত্রকে সাসপেন্ড
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান ছাড়াও তিনটি কারণে ছয়জন ছাত্রকে সাময়িক ক্লাস বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সাসপেন্ড করা হয়েছে। 

বুধবার (১০ আগস্ট) রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগমের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়েছে- রাজশাহী কলেজিয়েট স্কুলের ছাত্র, শিক্ষক এবং অভিবাবকবৃন্দকে জানানো যাচ্ছে যে,চলতি বছরের ২৭ নভেম্ব পর্যন্ত সাসপেন্ড করা হলো। একই সঙ্গে বিদ্যালয়ের অন্য সব ছাত্রকে সর্তক করা হলো। ওই নোটিশে ছাত্রদের নাম, ক্লাস ও রোল প্রকাশ করা হয়েছে।  

রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম জানান, ওই শিক্ষার্থীদের কারণ স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছিল।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর