ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইবিতে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু
ইবি প্রতিনিধি:
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো চারুকলা বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনীটি সকল দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারীতে সন্ধ্যা ছয়টায় এটি উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান প্রদর্শনীটি উদ্বোধন করেন। 

প্রদর্শনী অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিসার হোসেন, এবং প্রভাষক রাইহান উদ্দিন ফকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চারুকলা বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম রাসেল।  

প্রদর্শনীতে প্রদর্শিত হবে লাইন-ওভাল ড্রইং, পেনসিল স্কেচ, ব্যাসিক ডিজাইন, ফোক আর্ট, পোস্টার কালার চিত্র এবং ওয়াটার কালারের চিত্রসহ আরও নানান শিল্পকর্ম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিসার হোসেন বলেন, আমরা যখন ঢাকাতে আউটডোরে কাজ করার জন্য জায়গা পায় না। যানবাহন, শব্দদূষণ সবমিলিয়ে পরিবেশটা ধীরে ধীরে শিল্পচর্চার বিপক্ষে চলে যাচ্ছে। তবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া শিল্পচর্চার জন্য খুবই উপযোগী। একটা উদার মন নিয়ে নবীন বিভাগটি এগিয়ে যাচ্ছে। সামনে আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর