ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুবিধা বঞ্চিত ১৫৩ শিক্ষার্থীকে সার্টিফিকেট দিল ‘মজার স্কুল’
অনলাইন ডেস্ক

সুবিধা বঞ্চিত ১৫৩ শিক্ষার্থীকে পঞ্চম শ্রেণি পাশের সার্টিফিকেট প্রদান করেছে অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের ‘মজার স্কুল’। মঙ্গলবার কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান থেকে তাদের হাতে এই সনদ তুলে দেওয়া হয়।

সামাজিক বাস্তবতায় এসএসসির আগেই শিক্ষার্থীরা ঝড়ে পড়লে এই সার্টিফিকেট কাজে আসবে বলে দাবি সংগঠনটির। প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের এই সার্টিফিকেট প্রদান করা হয়। 

মজার স্কুলের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা এ অনুষ্ঠানে ঢাকা জেলার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে স্থায়ী ক্যাম্পাসে এক হাজার এবং অস্থায়ীভাবে আরো এক হাজার শিক্ষার্থী তাদের কার্যক্রমে অংশ নিচ্ছে। আগামীতে এ কার্যক্রম আরো বাড়ানোর কথা বলেন তারা।   অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনাইটেড ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল  এ জে এম ফাজলুর রহমান।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর