ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাবিতে রুমার পরিচ্ছন্নতা কর্মসূচি
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন (রুমা) ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার কর্মসূচির অংশ হিসেবে এসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাস্টবিন প্রদান করা হয়েছে। 

জানা গেছে, এসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ হোসাইন নিপু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নিকট ৩৫টা ডাস্টবিন প্রদান করেছে। ক্যাম্পাসে যত্রতত্র ময়লা-আবর্জনা পরিস্কার রাখতেই এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।  

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান, এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ারসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর