ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউল্যাবে ক্যারিয়ার ফেয়ার ২০২৩ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’র ক্যারিয়ার সার্ভিস অফিস শনিবার দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেয়ার ২০২৩’ এর আয়োজন করে। এ বছরে ক্যারিয়ার ফেয়ারের থিম ছিল ‘কানেক্ট টু দা ফিউচার’। অনুষ্ঠানের প্রধান অতিথি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিএও এবং এফআইসিসিআই’র সভাপতি নাসির এজাজ বিজয় আয়োজনটির উদ্বোধন করেন।

তিনি তার বক্তব্যে বলেন, সহজ সময়ে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। অন্যদিকে কঠিন সময় মানুষকে পরিপূর্ণ হতে সাহায্য করে। তিনি শিক্ষার্থীদের যেকোনো চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা পোষণের আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।

ইউল্যাব ক্যারিয়ার অফিসের পরিচালক জামাল উদ্দিন জ্যামি জানান, এ  আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ইউল্যাব গ্রাজুয়েটদের জন্য চাকরির সুযোগ করে দেওয়া ও বর্তমান চাকরির বাজার এবং দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ধারণা দেওয়া।

উদ্বোধন পর্বের পর গ্রাজুয়েটদের সিভি প্রস্তুতের এবং চাকরির ইন্টারভিউয়ের বিভিন্ন কলাকৌশল এবং অন্যান্য দক্ষতা বিষয়ে কয়েকটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা পরিচালনা করেন কর্পোরেট আস্ক’র সিইও নিয়াজ আহমেদ এবং মাইন্ড ম্যাপার’র ব্যবস্থাপনা পরিচালক এজাজুর রহমান। শীর্ষ প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের অংশগ্রহণে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা সরাসরি তাদের সমৃদ্ধ অভিজ্ঞতা থেকে শিখতে পারেন। ৬৪-এর অধিক মাল্টিন্যাশনাল এবং কর্পোরেট কোম্পানি এই ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণ করে এবং চাকরি প্রত্যাশীদের সিভি সংগ্রহ করে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর