ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কটকা ট্রাজেডি: শোক দিবস পালন করেছে খুবি
নিজস্ব প্রতিবেদক, খুলনা

নানা আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ে কটকা ট্রাজেডি শোক দিবস পালন করা হয়েছে। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ ও বুয়েটের ২ জনসহ ১১ শিক্ষার্থী সাগরে ডুবে মারা যান।

সেই থেকে প্রতিবছর দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে সকালে কালোব্যাজ ধারণ ও শোক র‌্যালি করা হয় । এর পরই কটকা স্মৃতিস্তম্ভে উপাচার্যের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

আলোচনা অনুষ্ঠানে উপ-উপাচার্য বলেন, ‘যখন এই কটকা স্মৃতিস্তম্ভে আসি তখন আমরা শোকে বিহ্বল হয়ে পড়ি। এরকম ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের সেশনাল ট্যুর বা অন্যান্য ভ্রমনের স্থান নির্ধারণ ও সময়ের ব্যাপারে আরও সচেতন হতে হবে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর