ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

২৯৪ কোটি টাকা বরাদ্দ পেল জাবি
জাবি প্রতিনিধি:

২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। রবিবার (২১ মে)  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক সভায় এই বাজেট অনুমোদিত হয়।

এতে চলতি ২০২২-২৩ অর্থবছরে ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বাজেটে ৯ হাজার ২৬৫ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ বেড়েছে ২ হাজার ৯২০ কোটি টাকা।

আসন্ন অর্থবছরে বরাদ্দপ্রাপ্তির শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ২০২৩-২৪ অর্থবছরের পরিচালন ব্যয় নির্বাহে পাচ্ছে ৮৫৩ কোটি ৮০ লাখ টাকা। বাজেটের আকার বিবেচনায় চতুর্থ অবস্থানে রয়েছে জাবি। 

দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় দুটির বরাদ্দ বাজেটের পরিমাণ যথাক্রমে  ৪৭৯ কোটি ২১লাখ টাকা এবং ৩৯৮ কোটি ৪৩ লাখ টাকা। 

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাজেট বরাদ্দ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ সর্বোচ্চ কৃচ্ছতা সাধনের আহ্বান জানিয়েছেন।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর