ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

পবিপ্রবিতে শিক্ষক পরিষদ নির্বাচন; সভাপতি প্রার্থীকে প্রাণনাশের হুমকি
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদ নির্বাচনে সভাপতি প্রার্থী (স্বতন্ত্র) সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন মন্ডলকে প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। 

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার ওয়াজকুরুনী ও প্রোভিসি কার্যালয়ের এপিএস (মাষ্টাররোল) মো: রাসেল নামের দু‘ব্যক্তি নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এব্যাপারে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। 

জিডিতে অধ্যাপক মো: আনোয়ার হোসেন মন্ডল অভিযোগ করেন, গত ২২ মে দুপুর ১২.০২ মিনিটে তার মোবাইল ফোনে কল করে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার ও অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াজকুরুণী নির্বাচন থেকে সরে না গেলে খুন-জখমসহ বিভিন্ন প্রকার ক্ষতিসাধন করবে মর্মে হুমকি প্রদান করেন। অব্যাহত হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

হুমকির অভিযোগ অস্বীকার করে ডেপুটি রেজিষ্ট্রার ওয়াজকুরুনী বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রশাসনের দালাল আখ্যায়িত করায় তার প্রতিবাদ করেছি মাত্র। নির্বাচনের কোনো প্রসঙ্গই তোলা হয়নি, তিনি অসত্য কথা বলেছেন। আসলে তিনি মানুষিক ভাবে অসুস্থ। বিকারগ্রস্থদের ন্যায় একেক সময় একেক কথা বলছেন-যার কোন ভিত্তি নেই। কল রেকর্ড সংগ্রহ করা গেলে প্রকৃত সত্য বেড়িয়ে আসবে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর