ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

গভীর রাতে বিদ্যুতের দাবিতে সড়কে বেরোবি’র শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
ফাইল ছবি

রংপুরে মঙ্গলবার দুপুরে দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলসহ পুরো ক্যাম্পাস বিদ্যুৎ বিহীন হয়ে যায়। এভাবে চলে ৮ ঘণ্টা। রাতে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বিদ্যুৎ এলেও বেরোবি ক্যাম্পাসে বিদ্যুৎ আসেনি।

এরপর রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভের কারণে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের ঘণ্টা খানেক পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় বিদ্যুৎ সংযোগ চালু হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্টরা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, দুর্যোগের কারণে বিদ্যুৎ ছিল না। ফলে শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হয়েছে। অনেকের পরীক্ষা ছিল। তারা ঠিকমতো পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি।

তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর