ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বিএম কলেজে অরিয়েন্টেশন
বিশ্ব দরবারে নিজেদের বিকশিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাংলাদেশসহ সারা বিশ্বে নিজেদের বিকশিত নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের একমাত্র ছেলে আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির ইকোনোমিক্স গ্রাজুয়েট আবিদুর রহমান সেরনিয়বাত। 

বৃহস্পতিবার সকালে বরিশাল বিএম কলেজে স্মাতক (সন্মান) প্রথম বর্ষের অরিয়েন্টেশন অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবিদ বলেন, সত্য-প্রেম-পবিত্রতা’র ধারক বাহক প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত বরিশাল বিএম কলেজ। বিএম কলেজের বহু শিক্ষার্থী আজ দেশে এবং বিশ্বের বিভিন্ন স্থানে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সেই মান বজায় রেখে নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করে একজন সু-নাগরিক গড়ে ওঠার আহ্বান জানান তিনি। 

আবিদ আরও বলেন, ভালো পড়ালেখার মাধ্যমে এবং সুষ্ঠ ধারার রাজনীতির সাথে থেকে নিজেকে আলোকিত করে তোলা সম্ভব। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা চেষ্টা করলেই নিজেদের বিশ্ব দরবারে মেলে ধরতে পারবে বলে অনুপ্রেরনা দেন তিনি। 

বিএম কলেজের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সমাধান সহ নতুন বরিশাল বিনির্মানে ১২ জুন নৌকায় ভোট দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ প্রার্থীর পুত্র আবিদুর রহমান সেরনিয়বাত।

অনুষ্ঠানে নৌকার নির্বাচন পরিচালনা উপদেস্টা কমিটির সদস্য ও বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জিয়াউল হক, বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর ড. কাইউম উদ্দিন, আহমেদ বিএম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক গাজী তৌকির আতাহারী শুভ, সাবেক যুগ্ম আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাত, সাবেক ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ মুন্নাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

 



এই পাতার আরো খবর