ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হুমায়ূন আহমেদ স্মরণে এনডিএফবিডি’র আয়োজনে বিতর্ক অনুষ্ঠান
অনলাইন ডেস্ক

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি)-এর বিতার্কিকদের অংশগ্রহণে হুমায়ূন আহমেদ স্মরণে সাহিত্যনির্ভর বিতর্কের আয়োজন করা হয়েছে। এনডিএফবিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে তার মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ শ্রদ্ধা জ্ঞাপন করছে। এর অংশ হিসেবে ‘প্রয়াণের এক যুগ পরে আমরা’ শিরোনামে সাহিত্যনির্ভর নিরীক্ষাধর্মী একটি বিতর্কের আয়োজন করা হয়েছে। এতে চ্যানেল আইয়ের সার্বিক তত্ত্বাবধানে এনডিএফবিডির বিতার্কিকরা অংশগ্রহণ করছেন। ১৯ জুলাই চ্যানেল আইয়ের পর্দায় সেটি সম্প্রচার হবে।

হুমায়ূন আহমেদের সৃষ্ট অন্যতম জনপ্রিয় চরিত্র মিসির আলি, হিমু, বাকের ভাই, মিলি, রুপা। বিতর্ক অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে এই চরিত্রগুলো। বিতর্কে বাকের ভাই চরিত্রে ডাক্তার কল্যাণ অর্ণব, রুপা চরিত্রে হাবিবা নওয়ার আঁখি, হিমু চরিত্রে জয় লালা, মিলি চরিত্রে জান্নাতুন নাহার তুলি এবং মিসির আলি চরিত্রে সাকিবুল ইসলাম শাফিন অংশ নেবেন। অনুষ্ঠানটি উপস্থাপন করবেন এনডিএফবিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর