ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বশেমুরকৃবি’র প্রথম মহিলা প্রক্টরের দায়িত্ব পেলেন ফারহানা হক
গাজীপুর প্রতিনিধি
ড. ফারহানা হক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. ফারহানা হককে নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত প্রদান করা হয়েছে। তিনি বশেমুরকৃবি’র প্রথম মহিলা প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন।

বশেমুরকৃবি’র জনসংযোগ শাখার উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ আদেশ প্রদান করা হয়। 

তিনি মঙ্গলবার থেকে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টরের দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ড. ফারহানা হক এ দায়িত্বভার গ্রহণ করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের কৃতি শিক্ষার্থী ড. ফারহানা হক শম্পা ইতিপূর্বে বশেমুরকৃবি’র ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগীয় প্রধান, বঙ্গমাতা হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর