ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নর্থ সাউথ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্স অনুষদের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দেশসেরা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়াম ভবনে চমৎকার উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ণ পরিবেশে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আব্দুর সবুর এবং প্রোগ্রাম চেয়ারপার্সন হিসাবে উপস্থিত ছিলেন এনএসইউ এর স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার জাবেদ বারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, আইইবি'স সম্মানী সহ-সাধারণ সম্পাদক ইঞ্জি. রওনক হাসান, বিটিসিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও এনএসইউ এসইপি অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশন এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার এসওএম কলিম উল্ল্যাহ, এভারেস্ট ইস্টার্ন লিমিটেড এর পরিচালক ও এনএসইউ এসইপিএস অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশন এর উপদেষ্টা  ইঞ্জিনিয়ার মো. ওয়াহিদ হুদা এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের অ্যাল্যামনাইসহ স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ।

উক্ত অ্যাল্যামনাই রিইউনিয়ন অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিপার্টমেন্টে প্রাক্তন ছাত্র, এনএসইউ এসইপিএস অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, গ্রিন ফায়ার এন্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান, আইইবি'র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের নির্বাচিত সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান পরিচালনায় এবং সার্বিক তত্বাবধানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন রিইউনিয়ন আয়োজক কমিটির সদস্য সচিব, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্স অনুষদের প্রাক্তন ছাত্র এবং এনএসইউ এসইপিএস অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইঞ্জি. খন্দকার তামিরুল ইসলাম। রিইউনিয়ন আয়োজক কমিটির অন্যান্যরা হলেন ইঞ্জিনিয়ার রুপন কুমার মিত্র, ইঞ্জিনিয়ার মো. ইমরানুল ইসলাম, ইঞ্জিনয়িার মশিউর রহমান, ইঞ্জিনিয়ার তৃনা সাহা,  ইঞ্জিনিয়ার উম্মে সুমাইয়া, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ার সাকিব সাদমান, ইঞ্জিনিয়ার অন্তর শেখ, ইঞ্জিনিয়ার সাকিব আহমেদ,  ইঞ্জিনিয়ার আসাবুল হক, ইঞ্জিনিয়ার বায়েজিদ শুভ,  ইঞ্জিনিয়ার গোলাম রাব্বানী,  ইঞ্জিনিয়ার রায়হান চৌধুর, ইঞ্জিনিয়ার শাহিদা, ইঞ্জিনিয়ার শিহাব রাব্বি, আর্কিটেক্ট নাবিল শাহদি, ইঞ্জিনিয়ার শাকিন আহমেদ রাকিন। 

উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং স্কুল হতে কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, টেলিকমিউনিকেশন, সিভিল ও আর্কিটেকচার বিষয়ে গ্রাজুয়েট হওয়া অসংখ্য প্রাক্তন ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের পুরানো বন্ধুবান্ধবদের সাথে চমৎকার আনন্দঘন কিছু মূহুর্ত শেয়ার করেন। অনুষ্ঠানের শেষ অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংসখ্য গুণী শিল্পীদের পাশাপাশি সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম (১৯৯৩) ব্যাচের ছাত্র নবী চৌধুরী সুজন। 

উল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্স অনুষদের প্রাক্তন ছাত্রছাত্রীগন দেশ ও দেশের বাহিরে সরকারি/বেসরকারি সেক্টরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে এবং দেশের সুনাম বৃদ্ধি করে চলেছে।



এই পাতার আরো খবর