ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পূর্ণাঙ্গ আবাসিক রূপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রুবেল হোসাইন, জাবি প্রতিনিধি
ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ১০তলা বিশিষ্ট ৬টি আবাসিক হল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ উদ্বোধন করেন তিনি। ওইদিন পূর্বে নির্মিত বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রেরও উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এদিকে, নতুন হলগুলোতে চলতি বছরের ডিসেম্বরে শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। হলগুলো চালু হলে শিক্ষার্থীদের শতভাগ আবাসন সংকট নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের তথ্য মতে, নতুন হলগুলোসহ জাবিতে বর্তমানে ২১টি আবাসিক হল রয়েছে। এতে সর্বমোট ১৪ হাজার ৩৪৬টি আসন রয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা মোট ১২ হাজার ৬৩৮ জন। ফলে নতুন হল চালুর মাধ্যমে পূর্ণাঙ্গ আবাসিক রূপ লাভ করবে বিশ্ববিদ্যালয়টি।

তবে নতুন হল চালু হলেও আবাসন সংকট কাটবে কিনা সন্দেহ শিক্ষক-শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের আশ্রয়ে কৃত্রিমভাবে আবাসিক সংকট তৈরি করা হয়েছে। সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা হলের কক্ষ দখলে রেখে এ সংকট সৃষ্টি করেছে। এ ছাড়া, ছাত্রত্ব শেষ হলেও শিক্ষার্থীদের অবৈধভাবে হলে অবস্থান করাকে দায়ী করছেন তারা।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, নতুন হল চালুর মাধ্যমে জাবিতে আর কোনো আবাসন সংকট থাকবে না। এখানে শিক্ষার্থীরা পড়ালেখা ও গবেষণার অত্যাধুনিক সব সুবিধা পাবে। রাজনৈতিক কোনো সংগঠনকে হলে আবাসিক সংকট তৈরি করতে দেওয়া হবে না।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর