ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা সাদা দলের
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন। তবে, এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। গত ২৮ নভেম্বর সাদা দলের সাধারণ সভায় সর্বসম্মত এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান।  সাধারণত শেষ সপ্তাহে ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। তবে, এবছর জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হয়েছে। তবে, গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও সাদা দল থেকে কেউ কোন মনোনয়নপত্র জমা দেননি। 

ভোট বর্জনের বিষয়ে সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, আমরা চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষক সমিতি নির্বাচিত হোক যেটি ভোটাধিকার হরণকারী অগণতান্ত্রিক সরকারের হাতকে শক্তিশালী করবে। তাই সাদা দলের সাধারণ সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন বর্জন করছে। 

তিনি বলেন, এবার বিশ্ববিদ্যালয় এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন নির্বাচনে অংশ গ্রহণের পরিবেশ অনুকূল বলে আমরা মনে করি না। দেশে একটি একতরফা জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বর্তমান সরকার এবং তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন। এর প্রতিবাদে গণতান্ত্রিক শক্তিসমূহের পরিচালিত আন্দোলনে আমরাও সমর্থন জানিয়ে আসছি। আমরা মনে করি, দেশে বিরাজমান পরিস্থিতিতে আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার চেয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে পরিচালিত আন্দোলনের গুরুত্ব অনেক বেশি।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর