সেলফি বাসের রেষারেষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪০ ব্যাচের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজ নিহতের ঘটনায় বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাবির প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিরাপদ সড়কের পাশাপাশি ঘাতক চালকের শাস্তি, সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল ও নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
এসময়, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সিনেট সদস্য আশীষ কুমার মজুমদার বলেন, সেলফি পরিবহনসহ অন্যান্য বাসের রেষারেষিতে প্রতিনিয়ত রুবেলের মতো মেধাবী শিক্ষার্থীকে জীবন দিতে হচ্ছে। চালকদের অদক্ষতা ও প্রতিযোগিতার কারণে সড়কে কোন পথচারীই নিরাপদ নয়। নিহত রুবেলের পরিবারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। ঘাতকদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা আরো জোরালো আন্দোলনে নামবো।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন, এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ধামরাই উপজেলার সহসভাপতি মোহাম্মদ ইমরান হোসেনসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ধামরাই থানা বাসস্ট্যান্ডে সেলফি বাসের ধাক্কায় নিহত হন রুবেল পারভেজ। এ ঘটনায় এখন পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে ২৫টি বাস আটক করেছে শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/হিমেল