ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সেশনজট নিরসনে প্রধান ফটকে অবরোধ চবি শিক্ষার্থীদের
চবি প্রতিনিধি:

সেশনজট এবং স্থায়ী শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটক অবরোধ করেছে। বুধবার দুপুর সাড়ে বারোটায় কাফনের সাদা কাপড় জড়িয়ে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। আন্দোলনের ফলে ছেড়ে যায়নি বিশ্ববিদ্যালয়ের ২টা ৩০ মিনিটের শাটল ট্রেন।

স্থায়ী ক্লাসরুম, স্থায়ী শিক্ষক, সেশনজটমুক্ত ডিপার্টমেন্ট এবং একাডেমিক ক্যালেন্ডারের দাবিতে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা জানান, আমরা বারবার গিয়েও ফিরে এসেছি। তারা আমাদের আশ্বাস দিয়ে দিয়ে ফিরিয়ে দিয়েছেন। এসময় সবাই সমস্বরে বলেন, আমরা কোনো খেলনা না, আমাদের নিয়ে আর খেলবেন না। 

চবি উপাচার্য ও শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিরীণ আখতার আন্দোলনস্থলে এসে লিখিত আশ্বাস না দেওয়া পর্যন্ত এ অবস্থান চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৌরব সাহা জয় বলেন, আন্দোলনের কারণে আমাদের আড়াইটার শাটল ট্রেন ছেড়ে যেতে পারেনি। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর