ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শীতার্তদের মাঝে পুণ্ড্র ইউনিভার্সিটির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি) আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী গ্রামের মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। 

এ সময় উপস্থিত ছিলেন পিইউবি’র বোর্ড অব ট্রাস্টিজ’র ভাইস চেয়ারম্যান রোটা. ডা. মো. মতিউর রহমান, সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান, ট্রেজারার মো. জাহেদুর রহমান, বিওটি সদস্য ও দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মো. মোজাম্মেল হক, উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, প্রফেসর অব এমিরেটাস এবং উপদেষ্টা বিওটি ড. এম. আফজাল হোসেন, পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতি, মানবিক ও সামাজিক বিজ্ঞানের ডিন মো. মাহমুদ হাসান চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন মোল্লা, পরামর্শক কৃষিবিদ মো. আসাদুর রহমান, বিওটি সচিব মো. খোরশেদ আলম, উপপরিচালক (পিআর অ্যান্ড অ্যাডমিন) মো. জাহেদুল আলম, প্রক্টর মো. শাকিল হোসেন, উপদেষ্টা (ছাত্র-কল্যাণ) মো. নাজমুল হক, সিনিয়র সহকারী পরিচালক ইএস, টিএমএসএস মো. শাফি পারভেজ, টিএমএসএস নির্বাহী পরিচালক এর ব্যক্তিগত সচিব সোহেল আলম মো. ফেরদৌস রহমান, এস্টেট অফিসার মো. নজরুল ইসলাম প্রমুখ। 

উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসেসিয়েশন, বাংলাদেশ এবং উইমা পল্লি লিমিটেড এর সার্বিক সহযোগিতায় পুণ্ড্র ইউনিভার্সিটির পক্ষ থেকে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

 



এই পাতার আরো খবর