ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল রবিবার প্রকাশ হতে পারে
অনলাইন ডেস্ক

কড়া নির্দেশনার মধ্য দিয়েই শেষ হয়েছে ডাক্তার হওয়ার লড়াইয়ের এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে পরীক্ষা চলে। পরীক্ষা শেষে এখন সবাই অপেক্ষায় রয়েছেন ফলাফলের।

জানা গেছে, আগামীকাল রবিবার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে জানিয়েছেন, এবার এক লাখ চার হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। শনিবার ফলাফল সংক্রান্ত সবকিছু প্রস্তুত করা হবে। রবিবার ফলাফল প্রকাশ হতে পারে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর