ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র কর্মশালা শুরু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘দাপ্তরিক কর্তব্যবোধ ও শিষ্টাচার’ বিষয়ক এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. তাজিজুর রহমানের সঞ্চালনায় ২ দিনব্যাপী কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৯০ জন কর্মচারী ‘দাপ্তরিক কর্তব্যবোধ ও শিষ্টাচার’ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করছেন বলে বিশ্ববিদ্যালয়ের জণসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর